STORYMIRROR

Ranjita Mukherjee

Drama Fantasy

3  

Ranjita Mukherjee

Drama Fantasy

Prompt - 24 (রাজযোটক বর -কনে )

Prompt - 24 (রাজযোটক বর -কনে )

1 min
277

বর, সে তো রাজপুত্র সুরবীর,

কনে সে যে সাধারণ কিন্তু লক্ষ্য ভেদে তার তীর।

বর যে এক অভিশপ্ত পুরুষ, করলে তার সঙ্গে সহবাস,

পরিণত হবে এক জীবন্ত লাশ।

কনে যে বর-প্রাপ্ত কন্যা,

বিশ দিলেও তাকে সে যে উগ্রে দেয় সোনা।

সব কিছু সত্ত্বেও যখন বিবাহ স্থির হল,

কুষ্ঠী বিচারে রাজযোটক মিল দেখা গেল। 

মিলনের রাতে যখন তাদের ঘরের দরজা বন্ধ হল,

তারপর রাজপ্রাসাদের সবাই ঘোর নিদ্রায় মগ্ন হল।

কিন্তু তারপরের ঘটনা এখনও কেউ জানেনা।  


Rate this content
Log in

Similar bengali poem from Drama