Prompt -19 ( কাঠবিড়ালির সঙ্গে করমর্দন )
Prompt -19 ( কাঠবিড়ালির সঙ্গে করমর্দন )
কাঠবিড়ালি ও কাঠবিড়ালি,
আমাকে ফেলে তুই কোথায় গেলি ?
কাঠবিড়ালি ও কাঠবিড়ালি,
আয় না কালকের মত আবার খেলি।
কাঠবিড়ালি ও কাঠবিড়ালি,
এই দ্যাখ, এখানে রাখছি বাদাম ভরা থলি।
কাঠবিড়ালি ও কাঠবিড়ালি,
এই তো ব্যাটা, বাদাম দেখেই এসে গেলি।
কাঠবিড়ালি ও কাঠবিড়ালি,
খাওয়া শেষে হাত বাড়িয়ে, দেয় সে তালি।
