প্রকৃতি
প্রকৃতি


আজ মানুষ গুলোকে খুব মিস করছে এই প্রকৃতি,
অন্যান্য বছরের মতো এইবছর ও এসেছে বসন্ত।
হাওয়া বিলাসী মন মাতানো দক্ষিণা বাতাসে সাথি করে,
ক্লান্ত কোকিল ডেকে চলেছে অবিরত মধুর সুরে।
নতুন পাতায় ভরে উঠেছে শীতে ঝরে যাওয়া ডালে,
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া সেজে উঠেছে ফুলে ফুলে।
কিন্তু যাদের ছাড়া এই সৌন্দর্য এই সৌরভ সব বৃথা,
সেই প্রকৃতি প্রেমী মানুষ গুলোকে এখন যায় না দেখা।
আসেনি কেউ দেখতে এই বসন্তের সুন্দর রূপ কে,
উপভোগ করেনি কেউ এই প্রকৃতির সৌন্দর্য কে।
তবে পাখি আর ভোমরা এসেছে খবর নিতে,
শুনিয়েছে তাদের গুনঞ্জন, কিচিরমিচির কোলাহল।
মানুষের খবর জানতে চাইতে , বললে তারা , জানি না,
আমাদের আসা যাওয়ার পথে কিছু দিন কাউকে দেখছি না।
হঠাৎ যেন সমস্ত প্রকৃতি চেঁচিয়ে উঠল এক সাথে,
সত্যিই তো কেউ আসেছে না আমাদের বিরক্ত করতে।
ওরা ছাড়া এই পৃথিবীতে মূল্য নেই আমাদের,
আচ্ছা তেমন কোনো বিপদে হয়নিতো ওদের।
চলো এখন আমরা সবাই মিলে এই প্রার্থনা করি,
ওরা যেন সব বিপদ থেকে বেড়িয়ে আসতে পারে তাড়াতাড়ি।
আবার এই পৃথিবীতে মানুষ আর প্রকৃতি একসাথে,
থাকবো মিলে মিশে একে অপরের পাসে।।