Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

প্রেম

প্রেম

1 min
160


রঙ লেগেছে অশোক পলাশ বনে ;

শিমুল কেন পিছিয়ে পড়ে তাই ,

শরম রাঙা চোখে আপন মনে ;

অরুণ থেকে ধার করে রোশনাই।

গোধূলি বেলায় দূর দিগন্ত জুড়ে ;

অস্তরাগে ব্যস্ত হয়ে আমার বক্ষদেশ ,

মনের ভেলায় হাল্কা বাতাসে উড়ে ;

ছাড়তে পারিনি প্রেম করার অভ্যেস ।

মউল গাছে বোল এলে যবে ;

মাতাল হয় আমার পাগলা মন,

কাজলা মেয়ের বয়স তখন সবে ;

ষোলো হলেও খুঁজি তারিখ সন।

চৈতি বেলায় ফাগুন দিনের শেষে;

বুকের মাঝে তেষ্টা জমে হিম ,

উষ্ণ তোমার আলতো ছোঁয়ার রেশে;

যাই বুঝে যাই তেষ্টাই নি:সীম ।

অশোক বনেই আস্ত ফাগুন দোলে ;

তেরছা নয়ন বাঁকা জোড়া ভুরু;

আমার প্রেমের গল্প হল শুরু ,

তোমায় নিয়ে একা একা থাকা ।


ফিরতি ট্রেনে মিনিট দশেক লেট;

ঝুলিয়ে তালা বন্ধ কর গেট,

চাঁদনী রাতে মুখটা ছায়ায় ঢাকা।


স্বপ্ন দেখি কোল বালিশে চেপে ;

সময় চলে ঘড়ির কাঁটা মেপে,

ঘুম ভেঙে যায় নয়নজলের ছিটায়,


দেখি তুমি শিয়রে আছো বসে ;

একটি তারা যখন যেমন খসে,

তোমার মনের দ্বন্দ্ব যবে মিটায়।


শান্ত নদী হঠাৎ ফুলে গেলে ;

মাছ ধরতে যখন যায় জেলে,

জানালা খুলে দেখ দিয়ে উঁকি,


শিউলি ঝরা হিমেল হাওয়ায় বনে ;

ঘুরতে গেলে পড়ে তোমায় মনে ,

বুঝি গো সবই তোমারই বুজরুকি।


যেদিন তোমায় প্রথম দেখি চোখে ;

দমকা আলোয় চমকে উঠি শোকে,

হায়গো সখি কেমন তোমার রূপ,


অবাক করা দৃষ্টি দিয়ে তুমি;

আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমি' ,

কাজলা মেয়ে রাখলে আমায় চুপ ।


শিমুল পলাশ কেমন যেন ন্যাকা ,

রামের বাণে দুষ্টু রাবণ ম'লে ;

পাবেই সীতা পরম প্রিয়ের দেখা।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy