STORYMIRROR

Arpita Pramanick

Classics Inspirational

3  

Arpita Pramanick

Classics Inspirational

প্রারম্ভ

প্রারম্ভ

1 min
142


শেষ বেলাতে মুখোমুখি আমরা সকলে,

বিষাদের সুর ছড়িয়ে আছে হৃদয় অলিন্দে।

পেরোতে যে চেয়েছি সবাই অবসাদের ঢেউ,

আজকে কিন্তু ফিরতি পথে খোশমেজাজে ফেউ!


অসহায়তার বন্ধুর পথ যন্ত্রণাতে ভরা,

পেরিয়ে সময় থিতিয়ে গেছে বিষণ্ণতার ধোঁয়া।

যাবার বেলায় সবাই বলে, "ছিলে তুমি বেশ,

আর কখনো পাবনা ভেবে ব্যথার উদ্বেগ।"


আমরা মানুষ, স্বার্থ বুঝি, আমরাই বিশেষ;

আবেগ দিয়েই আমরা ভাসি, এতেই নিঃশেষ।

পুরাতনের খোলস ছেড়ে, সহজেই হয় নিষ্প্রভ;

এগিয়ে চলাই ধর্ম যেন খুশিতে করি প্রারম্ভ।


Rate this content
Log in

More bengali poem from Arpita Pramanick

Similar bengali poem from Classics