STORYMIRROR

Raj Nandi

Drama Romance Fantasy

3  

Raj Nandi

Drama Romance Fantasy

ফিরে এসো

ফিরে এসো

1 min
282

অদ্ভুত আগুন্তুক তুমি আষ্টে পিষ্টে বেঁধে রেখে চলে গেলে

 দোষ শুধু যে একটাই সত্যি করে ভালোবেসেছিলাম আর কি তবে ফিরবে না ?

গ্রীষ্মের সেই নিমের হাওয়ায়, বর্ষার সেই পিছল পথে হাত ধরে কি আর হাটবে না ?

মনে পরে শরতের সেই দিন গুলি

?নৌকোয় ভাসতে ভাসতে যখন দুজনে পানকৌড়ির মাছ ধরা দেখছিলাম

 তুমি চিৎকার করে বলেছিলে, ওই পানকৌড়ি টা আমার চাই। নদীতে ঝাঁপ দিয়ে ধরে দিতে পারি নি তাই কি চলে গেলে ?

হেমন্তের দিন গুলো ,রাগ করেই কাটিয়ে দিলে। সাদা বক দেখাবো বলে রাগ ভাঙালাম শীতের ভোরে।

 বসন্ত যখন এসেই গেলো ফিরে এসো, খুলে দাও আমার বাঁধন গুলো


Rate this content
Log in

Similar bengali poem from Drama