নিঃশব্দ নালিশে
নিঃশব্দ নালিশে


যে মেয়েটা ধর্ষনে মৃত, সে কি বলে দিয়েছে?
কফিক্ষেতের সেই পলায়ন অক্ষম শৈশব, সে?
ইজরায়িলি ওই ছোট্ট শিশুটাও,
ও,- ও কি বলেছে?
কতটা কষ্ট হয়েছিল ভারী বুটের পেষনে|
যাদের জীবন জুয়ায় দেশের সীমানা সুরক্ষিত
তাদের রক্তঘাম কি জানিয়েছে
রাষ্ট্রনায়কের কোন নীতিতে বিক্রীত তাদের পিতৃত্ব?
ওরা কি সবাই নালিশ করেছে?
মানবতার বিরূদ্ধে,
বলেছে কি, মনুর সন্তানেরা ধর্মচ্যুত আজ |
ওরা সবাই চলেছে নির্বাক প্রতিবাদী
যে চিৎকারের গলা টিপেছে
যে চোখের জলের কোন হিসেব থাকেনি
যে শৈশব হাসতে শেখেনি
যে ভালোবাসা হারিয়ে গিয়েছে ধর্মের হাতধরে
ওরা সবাই নালিশ করেছে|
নালিশ করেছে
লোভ আর লালসার
স্বার্থ আর স্বার্থপরতার
বঞ্চিতরা জানিয়ে দিয়েছে
ক্ষমতার অক্ষমতা
জানিয়েছে নিরব প্রতিবাদে|
মহাকাল তাই নির্ঘুম রাতে জাগে
অস্ত্র হেনেছে আজ মানবতার দেহে
শুধু হাহাকার রক্তাত মনুষ্যতে
জীবন দিয়েছে শুধু পালাবার অবসর
ভালোবাসার শহরে আজ মৃত্যুর সহবাস|