নেকড়ের থাবা স্বর্গ-দেশে :
নেকড়ের থাবা স্বর্গ-দেশে :


এখানে জনারণ্যের হাঁসফাঁস নেই ,
এখানে জনতা মুক্ত হরিণের মতো ছুটতে পারে-
এখানে মানুষ আসে দেশ দেশান্তর থেকে প্রকৃতিকে ভালোবেসে
তাই ধরণীতে পর্যটনে এ ভূমি উচ্চশির এ আছে --।
এখানে বাতাসে বিষের বাষ্প,
প্রমাদ গোনে, জীবন বায়ুর কাছে ।
এখানে পাহাড়চূড়া সেজে থাকে শুভ্র বরফ সাজে --
এ'ভুমি ঢেউ খেলে আছে পাহাড়ি জঙ্গলে,
এখানে বাতাস ম ম করে এলাচি সুবাসে
এখানে পাখিরা গান ধরে জাফরান বনে --
আপেলের ডাল সুশোভিত কচি, পাকা আপেলে ---
এখানে শিকারতে চেপে তুমিও
নিতে পারো মহারাজকীয় আবেশে,
দেশে বিদেশে তাই এই ভূমির নাম "স্বর্গের দেশ" --!!
এদেশে এখন বারুদের গন্ধ তপ্ত বাতাসে ভাসে,
জনতাকে রাজা বন্দি রেখেছে, দমবন্ধ কুঠিরে !
এখানে খাদ্যের হাহাকার, ঔষধ বিনা রোগী মরে ---
তবুও টাকলা রাজার রক্তচক্ষু আরো রক্তিম রূপ ধরে !
এই দেশ এখন প্রতিশোধের রোষানলে !
জানে না কেউ, কবে জনতা আবার
হিংস্র নেকড়ের রোষ মুক্ত হবে ??