নবীকরণ
নবীকরণ


ও মেয়ে, এদিক পানে শোন!
তোর উষ্ণ চামড়ায়, কে লেপেছে রঙ!
গোধূলিতে আঁকা শরীর। তুই মাটির মতো বিশুদ্ধ
ও মেয়ে, কই চললি!
সাদা শাড়িতে তুই ভারী মিষ্টি।
রঙ তুলির ছোঁয়ায়, রঙীন হয়েছে তোর ক্যানভাস।
ও মেয়ে, কথা কইছিস যে বড়ো!
ঠোঁটের কোণ ভারী অশান্ত
ছড়িয়ে দে রামধনুর রঙ,
ভরে উঠুক গোলাপের পাপড়ি।
ও মেয়ে, তোর নীল দৃষ্টি কেন প্রশ্ন করেনি, সেদিন?
ধর্মের কী রঙ! কী রঙের শিক্ষা!
বসন্ত এসেও, সভ্যতার সিঁথি কেন বেরঙীন?
আসলে, তুই যে আধুনিকা,
সর্বাঙ্গ জুড়ে তোর মানবিতার রঙ।
হ্যাঁরে, তোর কী নাম, কী পরিচয়!
কৃষ্ণকলি..প্রদীপ শিখার নীচে তীব্র উজ্জ্বল
।