নারী
নারী
সকল দাদুর তুমি আদুরে নাতনি
সকল বন্ধুর তুমি দুষ্টুমিষ্টি বান্ধবী।
সকল প্রেমিকের তুমি অভিমানী প্রেমিকা
সকল পীড়িত রোগীর তুমি সেবিকা।
সকল স্বামীর তুমি প্রিয়তমা সহধর্মীনি
সকল নাতির তুমি গল্পবলা দিদা ঠাম্মী।
সকল পিতার তুমি গর্ব, স্নেহের কন্যা
সকল সন্তানের তুমি মমতাময়ী মা।
সকল পুরুষের মতো তুমিও কর্মী।t
সৃষ্টি, স্থিতি আর লয়ের তুমি ধাত্রী।
স্নেহ, মায়া শক্তি, ভক্তির অধিকারী।
তুমি সেই চির সনাতনী নারী।
