STORYMIRROR

Rajashree Dutta

Abstract Inspirational

2  

Rajashree Dutta

Abstract Inspirational

কবি প্রণাম

কবি প্রণাম

1 min
3.4K



নদীর সীমারেখা মিশেছে দিগন্তের শেষ ঠিকানায়,

পথ হারিয়েছে রাজপথের নিত্য নতুন ধুলায়...

জুড়ি গাড়ি আর সহিস হারিয়েছে চাকার ভিড়ে।

শান্ত নদীর উথাল স্রোত পুরাতন পাল ছিঁড়ে

সাইরেন সুরে তাল মিলিয়ে, যাবে সে রোজ অদূরে।


পলাশের বুকে রাঙা শোভা, মলিন চাদর ঢেকে

মাথা গুঁজে পড়ে আছে কংক্রিটের ফাঁকে ফাঁকে।

নেই সে সুবাস, নেই সেই কাঁচা মাটির সোদা ঘ্রাণ...

প্রথম বর্ষণও দেয় না আর কোনো পরিত্রাণ।


তবু, পেতে স্বস্তি ফেলে শান্তির দীর্ঘশ্বাস...

খোঁজে অহরহ, যাঁকে দিয়েছে অন্তরে নিবাস।


হায়! চেনা অথচ প্রাণহীন এই ক্লান্ত শহর,

একফালি চাঁদ হয়ে, আধাঁর রাতের শেষে...

অপলক দৃষ্টিতে আজও গুনছে প্রহর

ছন্দ-সুরের সংকেতে চিনে নিতে, তোমায় ভালোবেসে।


তোমার সৃষ্টি, তোমার সাধনার সুধারস

সকল প্রাণের গহন গহীনে আছে চিরবাস।

তুমি আছো হৃদয়ের মণিকোঠায়,

সমুজ্জ্বল ধ্রুবারকার মত হয়ে সদা দীপ্তমান।

অমৃতের সন্ধান জাগিয়ে সকল হিয়ায়,

সৃষ্টির সাগর পূর্ন করেছ, তোমার অনন্ত দানে ।

হে কবিগুরু,, লহো শতকোটি অর্ঘ্য কবি প্রণামে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract