STORYMIRROR

Swastik Das

Inspirational Others

2  

Swastik Das

Inspirational Others

নারী

নারী

1 min
99

নারী বিনে মিছে নর, নর বিনে নারী;

তবু মাতৃমন্ত্রবলের তিনিই অধিকারী!


তুমি ই দুর্গা, তুমি ই স্বরসতী


তুমি ই রূপে অপরূপ,


তুমি ই লক্ষী, তুমি অক্ষি

তুমি ই শতগুনে শতরূপ।

তুমি ই কর্মঠ তুমি ক্লান্তিহীন

তুমি ই দাও ভালবাসা স্বার্থহীন।


তুমি ই শিক্ষক


তুমি ই রক্ষক


তুমি জীবন দাত্রী


তুমিই মাতা


তুমি ই ত্রাতা


তুমি ই জগদ্ধাত্রী ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational