STORYMIRROR

Swastik Das

Romance

3  

Swastik Das

Romance

ভালবাসা মানে

ভালবাসা মানে

1 min
214

ভালবাসা মানে বসে থাকা,পা দুলিয়ে লেকের পাড়ে

ভালবাসা মানে হাতে হাত রেখে,চলা নদীর ধারে

ভালবাসা মানে “comfort zone”,শুধুই আমার তুই

ভালবাসা মানে খালি ইচ্ছে করে,তোর কোলেতেই শুই

ভালবাসা মানে দিনের শেষে তোকেই আমার চাই

ভালবাসা মানে দিন-শুরুতে তোর মেসেজই যেন পাই

ভালবাসা মানে একসাথে অনেকটা পথ চলা

ভালবাসা মানে একে ওপর কে প্রেমের কথা বলা

ভালবাসা মানে অকারণ ঝগড়া,একটু অভিমান হলে

ভালবাসা মানে গল্প করা,সব কাজ ফেলে

ভালবাসা মানে,”ছেড়ে যাস না”,অদ্রিশ্য বাঁধনে বাঁধা

ভালবাসা মানে এখন আবার,জটিল এক ধাঁধা

ভালবাসা মানে কঠিন সময়ে “একটু পাশে থাকিস”

ভালবাসা মানে,স্নেহে ভরে,”তোর কাছেতেই রাখিস”

ভালবাসা মানে “i love you” নাকি “তোকেই ভালবাসি”

ভালবাসা মানে একটু আদর আর,আর তোর ওই মিষ্টি গালভরা হাসি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance