মুক্তির সন্ধান
মুক্তির সন্ধান
বহুদিন হলো বন্দি জীবন,আছি ঘরেতে বসে,
বসে বসে ধৈর্য হারালাম একদিন -অবশেষে।
বেরিয়ে পরলাম মুক্তির খোঁজে- বন্ধুদের সাথে ।
আজব অনুভূতি, মুক্তির স্বাদ, মুক্তি বড় মধুর,
মুক্তি মানে খোলা আকাশ, একমুঠো রোদ্দুর ।
হাসছি, নাচছি, লাফাচ্ছি- কলকল করছি মিলি সবে,
বলছি মোরা - মোদের এই বন্দিদশা শেষ হবে বলো কবে??
চোখে মোদের হাসির ঝলক- মুখের হাসি কই?
মুখোশে মুখের হাসি ঢেকেছে, অবাক হয়ে রই।
ওষ্ঠ সবার বিবর্ণ আজ, নখরন্জনীও গত।
ভাঙা নখ, চওড়া ভুরু, ওষ্ঠে গোঁফের রেখা,
রুক্ষ চুল, মুখোশ পরে সবার সাথে হলো দেখা।
তাও অনাবিল আনন্দেতে ভেসে গেলাম আজ,
মুখ্য হলো মিলন মোদের, গৌণ হোল পোষাক আর সাজ।
রাখতে ধরে এ খুশির ক্ষণ নিজস্বীও তোলা হোল,
সবার সাথে দেখা হয়ে মনটা ভরে গেল।