STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Fantasy

3  

SUBHAM MONDAL

Abstract Fantasy

মুক্ত মনের ঠিকানা

মুক্ত মনের ঠিকানা

1 min
228

হয়তাে আমরা সকলেই খুঁজে ফিরি.

 মনের পাখি উড়ে বেড়াতে চায়,

এই অদূরের ঠিকানায়.. পাহাড়ের কোলে

 যেখানে সবুজের আবরণ আছে ঘিরে, 

চলে যাই ওই সাগরের পারে,

দেখতে দেখতে হারিয়ে যাই।


খুঁজে ফিরি মুক্ত মনের ঠিকানা.. 

তাই তো আমরা এই এক ঘেয়ে জীবনের থেকে,

 ছুটি পেতে,চলে যাই ওই দুর তেপান্তরে.

ওই ঢেউয়ের সাথে,

 কেমন একটার পর একটা আসছে ঢেউয়ের সারি.. 

বিরামহীন ক্লান্তিহীন, অসীম জলরাশির দাপট,

এ যেন এক অন্য জগৎ. 

এতাে সব সুন্দরের মাঝে আমাদের মনটা,. একেবাৱেই ঝালাই হয়ে নতুনের মতাে হয়ে যায়.

 পাখির মতাে দুটো কল্পনার ডানা আছে.. 

তা হােলাে আমাদের মনের ডানা যে ডানায় ভর করে,

আমরা যেথায় খুশি সেথায় চলে যেতে পারি,


Rate this content
Log in

Similar bengali poem from Abstract