মুক্ত বিহঙ্গ
মুক্ত বিহঙ্গ


তোমার রাত জুড়ে যখন অন্য বসন্তের কুঁড়ি ছড়ায় সুবাস,
আমি একলা আপন মনে, ফেলে আসা বিস্তৃত দিগন্তের বুকে কেটে চলি নরম আঙুলের কাটাকুটি খেলা...
কোনো এক সন্ধ্যায় তোমার বুকে নিজেকে বেঁধে রাখতে চাওয়া সেই আমিই আজ উন্মুক্ত একগুচ্ছ ইচ্ছেকে ধরে বাঁচতে চাই, নতুন করে...
না, তোমার সাথে নয়!!!
শুধুই আমার আমিকে ঘিরে...
বিশ্বাসের ক্ষত-বিক্ষত দাগ আজ চিবুক জুড়ে জ্বালায় আগুন...
আজকের কঠিন এই অবিশ্বাস বারবার ভেঙ্গে যাওয়া বিশ্বাসেরই উপহার বলতে পারো!!!
হয়তো সেদিন তুমি আসবে আবার,
হয়তো বা আসবে না কোনোদিন...
শূন্য বয়ে আসা স্মৃতির পাতায় শুধু আজ আর তোমায় আগলাতে চাইনা এতটুকু 💔
হয়তো নতুন করে আমার আমাকে খুঁজেই, তোমার তুমিকে দিলাম ছুটি অনন্তকালের কোলে... 🙂