মুখোশধারী
মুখোশধারী
বলি, ও মুখোশধারী!
আর কতদিন
রাখবি ধরে,
মুখোশের এই অন্তরালে,
স্বার্থপর, ঠকবাজের
কুৎসিত এই
অবয়বখানি ?
যেদিন খসে, পড়বে ছিঁড়ে
ছদ্মবেশী এই মুখোশ,
সেদিন কি আর
পারবি ধরে,
রাখতে তোদের
নকল মুখোশ ?
ছলনার এই, মায়াজালে
যতই ঘিরে, থাকুক মানুষ,
একদিন ঠিক, পরবে ধরা
অভিনয়ে, গোপন করা,
ছলনাময়ীর, সকল মুখোশ ।
সেদিন আমি ও
দৃপ্ত কন্ঠে
বলব জোরে,
চিনে নাও
এই মুখোশধারীদের
প্রচ্ছন্ন রূপগুলিকে।...
