STORYMIRROR

Arif M

Inspirational

3  

Arif M

Inspirational

মনোবৃত্তি

মনোবৃত্তি

1 min
248

সমাজ আমায় বেশ্যা বলে

তাতে নেই কোনো অভিযোগ,

পরিবারের ছত্রছায়ায় বাঁচতে চাই

করে দাও একটু সুযোগ।


বিকাল পাঁচটার বস্কিবাবু করেছি

 তাকে খুব করে মানা,

আমার ঘরে আবার যেন

না দেয় কখনও হানা।


নিয়মকরে রাত দশটার পুলিশবাবু

আসে ঘরে রেখে বিবি,

করজোড়ে হাত ধরে বলেছি

কতদিন অপবিত্রা দেহ নিবি


আলো আঁধারির ঘর ভেঙে

আসতে চায় দিবালোকের আলোয়,

শুনেছি সব লোকের মুখে

চাঁদ-সূর্যের উদয় দেখতে লাগে ভালো



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational