মনের দরজা
মনের দরজা


প্রিয় ডাইরি,
মনের দরজা খোলা থাকুক
নাই বা থাকুক বন্ধ,
ঘরের দরজা নিয়ম করে
থাকুক এখন বন্ধ।
পরিস্তিতি নয় গো এখন
খেলা ধুলা করার,
জীবন এখন সংকটেতে
বিপদ করতে হবে পার।
সুস্থ থাকুক মানব সমাজ
সুস্থ থাকুক ধরা,
এখন শুধু মনে মনে
এই অঙ্গীকার করা।