মনের ভাব
মনের ভাব
চোখ দুটো তোমার কাজল কালো,
মুখে মিষ্টি হাসি।
তোমার চিন্তায় দিন কাটে আমার,
স্বপ্ন দেখি রাসি রাসি।
তোমার কথা ভাবি সারাদিন,
ঘুম হয়না রাতে,
খেতে বসে যেন অমৃত খাই।
যদইও শুকনো ভাত পাতে।
আমার নুন আনতে পান্তা ফুরায়।
খুব কষ্ট করে চলে।
তবুও খুব ভালো লাগে,
যখন কেউ তোমার কথা বলে।
পাবনা হয়তো কখনো তোমায়,
সেই কথাটা জানি।
তুমি ছাড়া যে আর কেউ নেই,
এই কথাটাও মানি।

