আমাদের রাখি
আমাদের রাখি
1 min
397
আজ রাখি,
চারিদিকে যেন আনন্দের মেলা।
আরে রাখি হলো,
ভাই বোনের সম্পর্কের খেলা ।
বোন ভাইকে রাখি পড়ায়,
তার শুভকামনা করে।
আজ দুজন দুজনকে ,
ভালো রাখার নতুন সংকল্প গড়ে।
এটা শুধু উৎসব নয়,
আমাদের জীবনের অঙ্গ।
এটি শেখায় আমাদের ,
সব বাধাকে করতে ভঙ্গ ।
তাই এবারের রাখিতে,
সবার মুখে যেন হাসি থাকে।
সব ভাই আর বোন যেন,
একে অপরকে ভালো রাখে।
