STORYMIRROR

Arundhuti Biswas

Abstract Fantasy Others

3  

Arundhuti Biswas

Abstract Fantasy Others

মায়ের আগমন------------------

মায়ের আগমন------------------

1 min
128


যেই এল শরৎ কাল,

ঢাকের উপর পড়ল কাঠি।

মা দুর্গার আগমন,

শুরু হলো পরিপাটি।


নতুন জামা নতুন প্যান্ট,

শুরু হলো তোড়জোড়।

রাতে ঘুরে ঠাকুর দেখা,

আরো কত হুল্লোড়।


বছর পরে মা এল।

এবার আগমন করে হাতি।

চারি দিকে কাশফুল,

চলো এবার আনন্দে মাতি।


আনন্দ খুবই হবে,

যেমন হয় প্রত্যেক বারে।

সবাই নতুন জিনিস পেল।

একজন কিছু পেল না রে।


যে মানুষটি ঢাক বাজান,

আর জিনি প্রতিমা গড়েন,

সবার পরনে নতুন জামা।

তাঁরা কেন পুরানো পরেন?


দূর্গা পূজো যখন সবার, 

তখন চলো নতুন জামা সবাই পরি।

এদের একটু সাহায্য করে,

চলো আনন্দটা ভাগ করি।


এই দূর্গা পূজো যেন স্মরণীয় হয়।

বলো জয় মা দূর্গার জয় ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract