মলিন ছবি
মলিন ছবি
Week-10
মলিন ছবি
মানিক চন্দ্র গোস্বামী
আঁকতে গিয়ে তোমার ছবি
রঙিন চোখের পাতায়,
পার হলো শত প্রত্যাশা ভরা
নিঝুম নিশুতি রাত;
চয়ন করিতে গোলাপ কলিটি
মনের বাগিচায়,
কাঁটার আঘাতে থমকে গেলো
প্রেমের অজুহাত।
গোধূলির এই পড়ন্ত বেলায়,
জীবনের শেষ কালে,
চক্রব্যূহের ঘূর্ণি হাওয়ায়
নির্বানে দিবার নিঃশ্বাস;
সাঁঝের বেলায় অস্তে রবি
গরিমা দিগন্ত তলে,
আঁধারের কাছে আত্মগোপনে
দ্বিখণ্ডিত নির্মল বিশ্বাস।
প্রফুল্ল হৃদয়ে সন্ধ্যাতারায়
দীপ্ত দৃষ্টি মেলে,
উপভোগ করে আঁধার প্রহর
প্রাণে ভরে নেয় খুশি,
হৃদয়ে যেটুকু প্রভা রয়ে গেছে
উজাড় করে ঢেলে,
আহবান করে তারকা সেনানী,
জোৎস্নার স্ফীত হাসি।
পার হয়ে গেছে জীবনের বেলা
জীবনের ছবি এঁকে,
রঙিন চিত্র মলিন হয়েছে
বিরহের আঁখি জলে;
মাধুরী মাখানো ফেলে আসা দিন
হাতছানি দিয়ে ডাকে,
সেদিনের সেরা সময় বিলীন
ভ্রমের অন্তরালে।

