STORYMIRROR

Israt Jahan Mishu

Inspirational

4  

Israt Jahan Mishu

Inspirational

মেয়ে

মেয়ে

1 min
280

মেয়ে তুমি অনেক সহ্য, ধৈর্য

তোমার থাকতে হবে,

তোমার কোন রকম পিছুটান থাকতে পারে না.

তুমি হবে শান্ত,লোকে মন্দ বলে গেলেও

কোন কথা বা প্রতিবাদের ভাষা থাকবে না

মেয়ে তুমি তোমার হাসি বা দুঃখের প্রকাশ,

কখনোই তোমার থাকবে না, থাকতে পারে না।.

বাবার সংসারের রাজকন্যা হয়ে থাকলেও,

একটা সময় পর অপরিচিত কারো সাথে জড়াবে

এটাই নিয়ম এটাই ভবিতব্য,

তুমি মেয়ে এটা ভুলতে পারো না।

কখনও বা ভুলেও ভুলে যাও,

মনে করিয়ে কথা শুনাতে কেউ এক চুল ছাড়

পাওয়ার আশা করা হবে খড়ের গাদায় সূঁচ খোঁজা

তুমি মেয়ে তুমি কিন্তু মানুষ নও।

মানুষ বলে যে শব্দটা আছে,

এর প্রয়োগ শুধুমাত্র পুরুষের হতে পারে

তোমার কোন ইচ্ছে নেই,মন বলে কিছু নেই

সব কাজ যখন ঠিকঠাক হবে,

পাশের কেউ বলবে না..বাহ!!

তুমি কত গুণী সব কেমন সুন্দরভাবে করলে

ভদ্রতাসূচক একটা ধন্যবাদও কেউ দিবে না

অবাক করা বিষয় দেখো….

যখন সব কিছুর ভিড়ে একটা ভুল হয়

তিরস্কার বা অপমান যাই বলো সবই পাবে

কারণ কি জানো.. তুমি মেয়ে বলে

অপমান গুলোর প্রতিবাদ কিন্তু করতে পারবে না..

তুমি মেয়ে বলে এগুলো তোমার প্রাপ্য…

তুমি মেয়ে ভুলে যেও না…

ভুলে যদি যেতে চাও.. নিজেকে প্রস্তুত করো

হাজারের একজন করে…

যদি চাও আগামীদিন তোমার মেয়েকে…

মেয়ে বলে কাউ ছোটো না করে….

নিজেকে প্রস্তুত করো… হাজারে একজন করে,

তুমি যে দূর্গা, কালী,লক্ষ্মী। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational