১৭ আগস্ট ২০২১
১৭ আগস্ট ২০২১
নিঝুম রাত একা জেগে থাকা দ্বীপ
তুমি আমি মুখোমুখি।
সমুদ্রের গর্জন অবাধ্য সমীরণ
চোখে চোখে কথা,
লাগে যেন স্বপ্নের মতন
জেগে গেলেই সবই মিথ্যা।
অতীতের কথন,
চন্দ্র বিলাস তোমার আমার ঘর
অসীম খোলা আসমান।
ভয় পাওয়ার মিথ্যা বাহনায়,
তোমার বুকে আশ্রয় আমার চাই
শক্ত বাহুডোর তাতেই শত সুখ।
সবই কি অলীক কল্পনা,
না.. হবে না এমন।
তোমার আমার ছোটো সংসার,
ক্লান্ত দেহের দুজনের চন্দ্রবিলাস।
না হোক সমুদ্রের কোন দ্বীপ
ভোরের আলো ফোটার আগে,
শিশিরে স্নান দুজনে এক সাথে ডুব।
