অভিমান
অভিমান
প্রজাপতির ডানা পেলে,
উড়ে যাবো সবই ছেড়ে,
তোমাদেরই সুখের নীড়ে,
আসবো না আর দুঃখ হয়ে।
পড়বে যখন আমায় মনে,
একলা দুপুর, শুন্য ঘরে,
মিটমিটিয়ে হাসবো তখন,
দূর আকাশের তারা হয়ে।
বুঝবে তখন কেমন লাগে,
সবার মাঝে একলা হলে,
খুঁজবে তুমি আমার স্মৃতি,
বলবে কথা অভিমানে।
আবার তুমি করবে মনে,
আমার যত গান কবিতা,
সবটা দেখে বুকের ব্যথায়,
পড়বে ঝরে অশ্রু ফোঁটা।
তখন আমি হাসবো না আর,
আমার বুকেও ব্যথা হবে,
অশ্রু তোমার মুছতে গেলে,
মৃত্যু দেয়াল বাঁধ সাধবে।
