মা
মা
‘মা’ ছোট্ট একটি শব্দ, একটি মাত্র অক্ষর,
কিন্তু কত বিশাল!! কত গভীর!!
মা মানে গোটা বিশ্বসংসার,মা মানে অতল সাগর।
মা মানে হাসিমুখে জঠরজ্বালা,
মা মানে শিয়রে বসে রাত জাগা।
মা আমার প্রথম গুরু, তার কাছেই সকল শিক্ষা শুরু।
মায়ের হাত ধরে চলতে শেখা, মায়ের চোখে বিশ্ব দেখা,
মায়ের সাথে কথা বলা, মায়ের আঁচল ধরে খেলা।
আদরে তিনি স্নেহময়ী, শাসনে সেই ভীষণ কঠোর।
সংসারের তিনি গৃহকর্ত্রী, সকলেরই অন্নদাত্রী।
কখনো রোদ,কখনো ছায়া-হৃদয়ে যে তার গভীর মায়া।
মায়ের বর্ণনায় শুধু একটা গল্প, একটা কবিতা!
একটা কলম আর একটা খাতা!!!
সম্ভব নয় , সে তো হবে মোর ধৃষ্টতা।
জীবনে মোর অপরিসীম মায়ের অবদান,
তাই তো আমার কাছে একদিন নয় , প্রতিদিন-
মাতৃদিবস, মায়ের দিন।