মা আসছে
মা আসছে


আজ স্বপ্নের গান,
হবে মায়ের আহ্বান।
শিউলি ফুল পাবেনা অবসর,
মণ্ডপে মণ্ডপে বসে পড়বে গল্পের আসর।
মায়ের আগমন বাপের বাড়িতে,
শঙ্খ বাজবে মণ্ডপে মণ্ডপে।
মৃন্ময়ী রূপে তুমি প্রতিমা,
চিন্ময়ী রূপে তুমি যে আমাদের মা।
কই গো সব উলুু দাও হবে মায়ের আগমন,
কাশ ফুলে সেজে ওঠে সবার মন।
শরৎ এর আমেজ নিয়ে অপেক্ষায় আছি,
মা তুমি শীঘ্র এসো, আমরা সেই আনন্দে বাঁচি।