ধর্ষণ
ধর্ষণ
নিঝুম কথা, পরিস্থিতির শিকার,
চাপা বালিশে পর্দার আর্তনাদ।
নিশ্চুপ থাকলেও নানা কথার প্রকাশ,
একটা ছোঁয়া শুধু জানলার কাঁচ।
দুটো আখি লাল রক্ত বর্ন
নগ্ন শরীরে অসংখ্য আচর,
খেলনা বাটি বয়স সবে চোদ্দ
শয়তানদের এক ফালি আদর।
ভেজা চুলে আজ লালের ভিড়
জীবনের অঙ্ক সূত্রের ফলাফল,
দুর্গা মূর্তি বড় আকারের
এক অন্ধকারেতে চিৎকার অনর্গল ।
একদল হিংস্র পশুর ঝাঁক
তখনো বাঁচার চেষ্টা, চলছে হৃদস্পন্দন,
দশমীর সিঁদুরে রাঙ্গা মনের পাঁক
তবে এই সমাজে একটি শব্দই যথেষ্ট ধর্ষণ।