::লক্ষ্মী মেয়ে::
::লক্ষ্মী মেয়ে::
বলনা মাগো, কারে লক্ষ্মী মেয়ে কয়?
শত অত্যাচার মুখ বুজে যে সয়
অন্যায় জেনেও চুপটি করে রয়
বিনা প্রতিবাদে সব মেনে নেয়
তারেই কি মা লক্ষ্মী মেয়ে কয়?
ওমন করে থাকলে কি মা,
লক্ষ্মী হওয়া যায়?
লক্ষ্মী যদি শান্তই হবে,
তবে তাকে কেন চঞ্চলা কয়?
বল না মাগো, লক্ষ্মী কারে কয়?
নারীর পুজো করছে যারা
তাদের কাছেই নারী কেন চক্ষুশূল হয়?
বল না মাগো, বুঝবে কবে ওরা
নারী ছাড়া জগৎ সম্পূর্ণ নয়।
যে নারীর পেটে জন্ম নিল
বুকের অমৃত খেয়ে বড়ো হল
নারীর পেটেই নারী জন্মালে
বল না মাগো, কী অপরাধ হয়?
