STORYMIRROR

Sushanta Chandra

Abstract Others

3  

Sushanta Chandra

Abstract Others

লেখা

লেখা

1 min
266


লিখতে লিখতে জীবন অর্থবহ হয়ে গেছে

প্রেম ঘটনা বহুল

সেখানে পুষ্প কখনও রঙিন

কখনও সে কৃষ্ণ বর্ণ

আলো যার অন্ধকার হয়ে আছে।


লিখতে লিখতে জীবন অর্থবহ হয়ে গেছে

প্যান্ট ধরে টানাটানি করে বাজার

বলে দেয় খুচরোটাও উপুড় করে দাও

কাল কি হবে দেখা যাবে।


দেখা যাবে অপরাজিত বালিকার সম্ভ্রম

দেখা যাবে সবজি বিক্রেতা বালক

দেখা যাবে রেল লাইনের বিছানা

দেখা যাবে শোষণ আর শাসন

দেখা যাবে ভাঙন,পতন , লেহন

জানা যাবে অনেক পুরনো অব্দ

জানা যাবে উর্বর সব শব্দ

খিদের মহিমান্বিত গৌরবে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract