মায়ের সঙ্গে কথোপকথন শারদ সংখ্যা সুশান্ত চন্দ্র
মায়ের সঙ্গে কথোপকথন শারদ সংখ্যা সুশান্ত চন্দ্র


শব্দের প্রতিস্থাপনে অঞ্জলি দিই
যা দেবী সর্বভূতেষু...
"তুই বেঁচে থেকে হারিয়ে গেলে
আমি হয়তো মরে বেঁচে যাবো।
যেটা ভাল লাগবে না করবিনা
তোর বন্ধুত্ব খুব দরকার
তোর দূরত্ব?জানিনা
স্বচ্ছ জলে হাঁসের মত তার অধিকার!
মানুষ তোকে চায়
একটা মানুষের স্বার্থপরতা
তোকে ডুবিয়ে দিতে পারেনা
তুই খাঁটি সোনার মানুষ
নিজস্বতা হারাস না
আমি কোন কিছু করলে দায়িত্ব নিয়ে করি
তোর নিঃশ্বাস বলছে তুই যা ইচ্ছে তাই করতে পারবি
এ সুযোগ বছরে এক বারই আসে
তোর মত পূর্ণতা কে দেবে?
ভালবাসা ও বৈরাগ্যতে এসে প্রেম থেমে গেছে
গল্প হচ্ছে তেচালা মণ্ডপে
গল্প হচ্ছে ধর্মের জিগির তোলা স্তম্ভে
কবিতা হচ্ছে ছন্দের চালচলনে
ছড়া হচ্ছে পদ্যের রকমফেরে
গল্প কবিতা ছড়া পদ্যের রসায়নে তৈরি হচ্ছে মা, দেবী দুর্গা
আমি কথা বলছি, কেউ শুনতে পাচ্ছে না
গল্পটা গভীর হবে যদি
তোমাদের মিলিয়ে দিতে পারি
আমি একা থাকতে পারি না।"