লাল গোলাপ !?
লাল গোলাপ !?


আজ দিবস 'গোলাপ'
ফুলে ফুলে ছয়লাপ
আজ দাম বেশি
ব্যবসায়ীরা খুশি
একদিন দিলে ফুল
সবকিছু হবে Cool ?
ফুলের রং হবে লাল
অন্য রং দিলে গাল ?
কেনো আজ দিতে হবে
দলবেঁধে ছুটছে সবে
এর কোনো মানে নেই
বুদ্ধি হারিয়েছে খেই
বোকার মতো ছুটছি
যা খুশি তাই করছি
আসলে দিবসটাই ভুল
এইমাসেই 'এপ্রিল ফুল' !