নামীদামি চকলেট !?
নামীদামি চকলেট !?


চকলেট ডে আজ
প্রেমিকের মাথায় বাজ
দিতে হবে সব বড় নামী
হলে চলবেনা কম দামী
"চকলেট তো বাচ্চারা খায়"
প্রেমিক প্রেমিকাকে শুধায়
"চকলেটে কি আছে লেখা ?"
প্রেমিকা প্রচণ্ড একরোখা
"চকলেট খেলে আনন্দ বেশী হয়
সমীক্ষার ফল তো এটাই কয়
ওগো চুমু থেকেও চকলেট ভালো
তোমার মুখ কেনো আবার কালো ?"
"চকলেটের মুখে আগুন
মনে আর নেই ফাগুন
চকলেট খেলে পড়বে দাঁত
তখন কোথায় পালাবে তোমার বাত !"
"চকলেট খেয়ে করবো ব্রাশ
ক্যাভিটির বংশ করবো নাশ
খেতেই হবে আজ চকলেট
না দিলে কিন্তু চেকমেট !"
"ঠিক আছে শুধু একটাই দেবো
অর্ধেকটা আবার আমি খাবো
দু'জনে ভাগ করে খেলে
মনের রঙীন ডানা আনন্দে মেলে"
"ঠিক আছে তবে একটাই দাও
তিন ভাগের একভাগ তুমি নাও
মনের ডানায় উড়ে চলি দু'জনে
চকলেটের স্বপ্ন আসুক ক্ষণে ক্ষণে"