প্রেমের প্রস্তাব !?
প্রেমের প্রস্তাব !?

1 min

309
আজ 'প্রস্তাব দিবস'
প্রস্তাব দেবো বস
কিন্তু কিসের প্রস্তাব দেবো
বন্ধুত্ব নাকি প্রেমে যাবো ?
প্রোপোজ মানেই 'প্রেম' ?
নাকি নিকষিত হেম ?
আজ যদি দিই প্রেমের প্রস্তাব
১৪ তারিখ থাকবে তবে কিসের ভাব
ব্যাপারগুলো সব গণ্ডগোলে
দিবসগুলোও এলোমেলে
প্রস্তাব দেবো খালি হাতে
নাকি গোলাপ বা চকলেট আসবে তাতে ?
গতকাল আর আগামীকাল
দিবসগুলোর হবে কী হাল ?
রোজ ডে আর চকলেট ডে
তাৎপর্যপূর্ণ হবে কিসে ?
এগুলো নিয়ে যতই ভাবি
গোলকধাঁধায় খাই খাবি !