Priyanka Bhuiya

Abstract

0.2  

Priyanka Bhuiya

Abstract

কুমোরটুলি

কুমোরটুলি

1 min
4.0K


মাটি নিয়েই জীবন ও জীবিকা চলে,

মাটির ঘরেই সারা বছর ওদের বাস;

শহর লাখ টাকার থিমপুজোয় মাতে,

ওদের অন্ন জোগানোর তীব্র প্রয়াস।


মৃন্ময়ী প্রতিমায় নিপুণ তুলির টানে

তিলে তিলে চিন্ময়ী হয় তিলোত্তমা,

অশুভ নিধনে শুভ চেতনা জাগরণে

খুশির বার্তা বয়েই ঘরে ফেরে উমা।


উৎসবের আলোতেও আঁধার ঘর,

এই ব্যস্ত পাড়াটির নাম কুমোরটুলি;

আসলে ওদের হাতেই পুজো আসে,

তোমার মুগ্ধতায় তৃপ্ত ওদের ঝুলি।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract