কথাকলি
কথাকলি
সিঁড়ি বেয়ে নামছে আলাের গল্প,
পরশে তােমার ভালােবাসার উষ্ণতা অল্প অল্প...
মনের প্লাবন,সুমধুর কথােপকথন,,
উঠেছে হৃদয়ও প্রাঙ্গনে..
তারই মাঝে কেহ,চুপটি বসে, কোন বারতার টানে..।
আলাের উৎসবে মাতােয়ারা আজ.. উন্মুখ কথাকলি...
রঙিন সুতােয় পড়েছে বাঁধা.. দুই জীবন কলি...।
নব জীবনের মন্ত্র রেখেছে হৃদয়ে গাঁথি,
সুখের তীরে জীবন ভাসুক, বাজক আনন্দ লহরী...।
