STORYMIRROR

Debraj Dey

Abstract Others

3  

Debraj Dey

Abstract Others

ক্ষুধার্ত যুক্তি২

ক্ষুধার্ত যুক্তি২

1 min
134

কয়েনের এপিঠ ওপিঠ জিতে গেছি

না না ভয় চিল ওড়াবে তোকে

স্বর্নলতা আকর্ষ ধরেছে তোকে

এবার! হায় একটু সম্মানের লোভে আমি

হাত কাপে, স্থির হতে চায়নি পৃথিবী

স্থির কেন? সেই বোধ করে ক্লান্ত

"আমায় খালি চিল ওড়ায়!"

নিশীথ বাক‍্য আর দুস্ত ইতিহাস 

নিজের কল্পনা, কাল্পনিক আশ্বাস

একী ভুল ছিল, দশ বছরের কারাবাস? 

ঘুরছে লাট্টু সময় ছিটকে পরে তারা

এক অজানার দিকে চলছে ওরা

অন্ধকারে ফুটে ওঠে বিষন্ন জোনাকি।

তেল চিটচিটে কালো প্লাস্টিক 

জ্বালা! আগুন ই নিক, থাক আগুনের ভেতর

নরক শাসন কি আসবেনা, ভেঙ্গে আগুন।

আমি কি বন্ধু খুঁজি?

গতিশীল বাইক চিড়ে যায় বাতাস

আমিও তোকে খুঁজি

স্রোতো জলে মাছের শ্বাস বুদবুদ।

এভাবেই কেটে যাবে অবেলা

আর না। অনেক চেষ্টা করেছিস তুই।

কী নেওয়া বা দেওয়ার আছে!

থামে ওরা, পাত্তা দেয়নি।

নিজেকে কোন অবস্থানে রেখেছি

দেখেছি আমাকে চেনে অনেক জন।

কি পাইলি শব্দ অভিধান কিছুই না।

আর যাবনা আমি, স্পর্শে রাত ছুয়ে গেছে বীথি।

থাম আর না! অসংখ্য দিকে মিশেছিস।

আজও দিন শেষ হয়, এও আমি

আর কতদূর বসে থাকি!

ইচ্ছা বড়শিতে পাখির চোখ।

হেঁটে যাই নীচে উপরে উঠে আসি

একটুতে বসে ছিল প্রজাপতি

ছিন্ন মনে হারিয়ে যায়।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract