দ্বিপুরুষ
দ্বিপুরুষ


বাধা পেলে দুটো মানুষ হয়ে যাই
নিজেই নিজেকে পথ দেখাই
এত অচেনা কে সে? প্রশ্ন করি
নিবাক, এ যে আমিই
মনে করি আমরা একে অপর কে জানি
অন্ধকারে ওরা এসে বলে চোপ
আমিই আমাকে বলেছি কি?
কথা বলার ইচ্ছে
এমন ভাবে কাছে আসে
একার বিকৃতি সে
ফাক পেলে দেখি, সহজ ভাব
কিন্তু সাড়া আসেনা
এভাবেই মনে করে নিলাম পরিবেশ
সত্য মিথ্যে যাইহোক না কেন
নীরব এক খেলা হল যেন।