প্রকৃতি
প্রকৃতি
শিশির বিন্দু ঘাসে, নগ্ন পায়ের স্পর্শ
ভিজে যায়, একা সে আর তাঁর বিশ্ব,
ভুল, বার বার, আবারও 'এবার থেকে ঠিক '
হল না বিদ্যুত আলো তোকে ধিক,
নীরব বিমূর্ত শব্দ নেয় পিছু দু এক মুহূর্ত
ম্লান চিত্র, আয়নার মতো, রাস্তার জমা জল
কোনও চলল বাইক, ছবি নস্ট হল,
আকর্ষ বিস্তার সম্পর্কের অজুহাতে
আলপিন লেগে ধরে, চুম্বক টেনে
অজানা এক ফুল ফুটে আছে
অর্থ বোধ জারিত, প্রবৃত্তি নাচে
আজ আকাশ ঘন নীল হল বিকাল
এ থামেনি, কোথাথেকে জন্ম তেমনি
কখনোই বা শেষ শুধু ভেবে দেখিনি
এ ক্ষুধার্ত সময়, মনে হয় মনে পরে
আমি একা কিশোরী আজ শোধ নেবে
নব নব চরিত্র, সেভাবে কাছে আসে
নেই ধরতে, বলেছিলাম এও বিরোধী
সীমা রেখার বাইরে আসতে এবারে
দেব না দেব না, সে আসবেও না
হঠাৎই দেখি, কোনও বোধ কোনও শুষ্ক
ভুল আবারও ফুটেছে এক পুষ্প
ডাক এসেছে, যেতে হবে, বলল সে
এবার আমার পালা, আকাশ নীলা।
