ক্লাসের ছড়া
ক্লাসের ছড়া
ওয়ান গেছে মাছ ধরতে
টু গেছে তার সাথে,
থ্রি বসে নৌকা চালায়
বইঠা নিয়ে হাতে।
ফোর পড়েছে গাছের থেকে
ফাইভ বসে কাঁদে,
সিক্স যাবে রথে চড়ে
পূর্ণিমার ওই চাঁদে।
সেভেন জলে সাঁতার কাটে
এইট কাটে ধান,
নাইন বসে তবলা বাজায়
টেন ধরেছে গান।
