ক্লান্তি
ক্লান্তি


আমি শুধু এই প্রার্থনা করি
আমরা যেন কখনো ক্লান্ত না হয়ে পড়ি।
এই অন্তহীন ব্যস্ততা যেন হয় আমাদের সর্বস্ব -
আমাদের ক্ষোভ, দুঃখ, সুখ, কিংবা যন্ত্রণা।
ক্লান্তি কোনোদিন না তাকাক আমাদের দিকে, এই আমার প্রার্থনা।
আমি শুধু এই প্রার্থনা করি
প্রেম যেন খুঁজে পাই আমরা আমাদের কাজে।
কাজ হোক জটিল, দীর্ঘ কিংবা আজেবাজে।
কেবল দীর্ঘশ্বাস না নামুক আমাদের কোনো রাতে, আমাদের থামতে হয় যেন এক দণ্ডও না।
ক্লান্তি কোনোদিন না তাকাক আমাদের দিকে, এই আমার প্রার্থনা।