কখনোও সময়
কখনোও সময়


সেই রাস্তাটা------
দৃশ্য পাল্টে পাল্টে চলাচল রোজ ৷
যোগ বিয়োগের সাথে সাথে
আরও কিছু নিখোঁজ ৷
শব্দরা আসে যায়,
রোদ পালায় বিকেলের ঠিকানায় ৷
উঠা নামা সিঁড়িগুলো সময়কে দেয় ফাঁকি,
মাঝখানে এই বিস্তৃত বেঁচে থাকাথাকি ৷
ভাললাগার ডালে ছিল বৃষ্টির দাগ,
তবুও হঠাত্ আকাশের মন ভালো হয়ে যায়,
পাখির সুর পাখির কথায় ৷