কবিতা
কবিতা
কথার মাঝে কথার সাথে
খেলতে চায় কিছু কথা।
অনেক খেলা হয়,
তবু বাকী খেলারা জমতে জমতে
হয়ে যায় রয়ে জমা কথা।
জমা কথারা হারাতে হারাতে
জন্ম দেয় অণু কথা।
অণু কথারা ভীড় করে আনে
না জানা হারানো কিছু ব্যাথা,
ব্যথার প্রদীপ সারি সাজাতে গিয়ে
হয়ে যায় শুধু কবিতা।
