STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

জ্যোৎস্নালোকে

জ্যোৎস্নালোকে

1 min
630


জ্যোৎস্না ছোঁয়ায় দিগন্ত জুড়ে রুপালি আচ্ছাদন,

ধবল বকের পাখনার ন্যায় মসৃন আভরণ।

শ্বেত শুভ্র নিস্কলঙ্ক জ্যোতির উদ্ভাবন,

যৌবনের তেজদ্যুতির অবাধ বিচরণ।

রাতের পৃথিবী সৌন্দর্য সুধায় করিছে আলিঙ্গন,

হাজার তারার সম্মিলিত দর্পের নিমীলন।

পূর্ণিমার পূর্ণ শশীর প্রভায় নিরীক্ষণ,

মর্ত্যবাসীর স্বর্গীয় সুখ আলোয় সন্তরণ।

শরীর, মনের শিশির ভেজা ছোঁয়ায় শিহরণ,

চাঁদের বুকে খুশির মাঝেও কলঙ্ক আলাপন।

মাতাল করা রুপালি জাদুর শোভায় সুশোভন,

পার হয়ে যায় বিনিদ্র রাত, নেশাতুর আচরণ।

ভোরের আলোয় হারিয়ে যাবে রূপের সন্মোহন,

ধরণীর বুকে ছড়িয়ে দেওয়া জ্যোছনার আলোড়ন।

ছড়িয়ে পড়া আলোক দীপ্তির ঝরণার প্লাবন,

সমাপ্তির কান্নার মাঝে রবির বিকিরণ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract