STORYMIRROR

Aviraj Sharma

Tragedy Inspirational

3  

Aviraj Sharma

Tragedy Inspirational

"জোকার"

"জোকার"

1 min
227

এই নামে লোকে ডাকে আমায়,

ডাকতে নেই কোন সংশয়

কিন্তু সাজতে সবার ভয়,

লোকে জোকার ডাকে আমায়

হয়তো আমি বেশ খাটো,

মানুষ আমি ও তোমাদেরই মতো

কখনও জাগলিং কখনও দড়ির খেলা,

আনন্দে মন ভরিয়ে থাকি সারাবেলা

বাঘ ভাল্লুকের সাথে আমরা নানান কর্ম করি,

দর্শকেরা সিটের উপর দেয় দেখে গড়াগড়ি

শুধু তোমাদের দেওয়া নাম নয়,

আছে আমাদেরও পরিবার পরিচয়

তবুও এই নামেই লোকে ডাকে আমায়,

ডাকতে নেই কোন সংশয়

তাই লোকে জোকার ডাকে আমায় ৷


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy