জোকার
জোকার
গোলাপি গালের রঙ,নাকের বিকৃত রুপ,
নিজে হাসতে ভোলে, হাসায় যুগ যুগ।
রুপ তার নেই খুব, থাকে না সে সদা চুপ,
বেহায়া লজ্জারা দিচ্ছে নিজেতে ডুব।
আত্মায় চুপ থাকা হাসি তবু চেহারায়,
হাসির জন্য কাঁদলেও হাসিটাই রয়ে যায়,
কৌতুক অভিনয়ে পাকা সে- যদিও তা পেশা নয়,
দর্শককে কে মজা দিতে অভিনয়ে মেতে রয়।
নিজেকে ভুলে চলা জীবন তা মানতে রাজী নয়।
জোকারেরও জীবন আছে, জীবনেরও রূপ আছে
আছে হাসি আর কান্না, হাসিতে জীবন পেলেও
লোকের ভালো লাগলেও অভিনয় তার শত কান্না।
