STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

জননী

জননী

1 min
244


তুমি আমার গুরু

আমি তোমার শিষ্য,

তোমার কৃপায় দেখতে পেয়েছি

এই গোটা বিশ্ব।

তোমার দীক্ষায় নিজেকে

করেছি দীক্ষিত,

আমার অন্তরে জ্ঞানের বীজ

তুমিই করেছ রোপিত।

দশমাস দশদিন গর্ভে করেছো ধারন,

স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে

করেছো লালন।

আমার প্রত‍্যেক রন্ধ্রে রন্ধ্রে শিরা

উপশিরায় আছো তুমি মিশে,

আমার এই জীবন সেতো তোমারই

অংশ হতে।

চলতে শিখেছি তোমার হাত ধরে,

মুখের বুলি শেখা, তাও তোমাকে

নকল করে।

প্রথম ডেকেছি মা বলে,

বড় হয়েছি তোমার স্নেহের আঁচলে।

ঝড়, ঝাপটা সব নিজের বুকে সয়ে,

আমাকে রেখেছে সবসময়

বিপদ থেকে আগলে।

এই সুন্দর পৃথিবীর আলো দেখতে

পাওয়া সেতো তোমারই বর।

তুমি আমার আত্মা, পরমাত্মা,

তুমিই ঈশ্বর।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract