STORYMIRROR

Arijit Ojha

Drama

4.8  

Arijit Ojha

Drama

জিজ্ঞাসা

জিজ্ঞাসা

1 min
2.0K


হলদে ক্যানভাস, রংচটা দেওয়াল,

আর একটা ধূসর দরজা।

আমার আমি, পথ হারাবার আশায়,

দাঁড়িয়ে একলা, শেষ গোধূলির আলোকবৃত্তে।


দরজার ওপারে দাঁড়িয়ে, ডাক দিয়েছে সে।

ধুলো ভরা মুঠোয়, আটকে রাখা,

হারিয়ে যাওয়া জলছবি,

আর রামধনু রাঙা মার্বেল।


পরে থাকা সময়ের খতিয়ানে,

জমে থাকা প্রশ্নের বাঁধন,

আজ লোহার শেকলের চেয়েও কঠিন।


হিসেবের কাটাকুটি আর এক ঝুড়ি অতীতের,

লড়াই এ আজ হৃদয়ের শেষ মন্থন।

জিতবে কে ? অতীত ? বর্তমান ?

না শুধুই সময় ?


Rate this content
Log in