জীবনটা আমার
জীবনটা আমার
যখন তুমি আমার জীবনে এসেছিলে
মনে হয়েছিল যেন আমি সব হারিয়ে ফেলেছি
যখন আমি তোমায় আমার হৃদয়ের মধ্যে খুঁজে পাই
তখন আমি বুঝি তুমি আমার মনটাই চুরি করে নিয়েছ
যখন তোমার চোখের দিকে তাকাতাম
মনে হতো যেন আমি তোমার চোখের মধ্যে আছি
আর যেদিন তুমি আমার হাত ধরলে
সেদিন যেন মনে হচ্ছিল আকাশ থেকে ফুল ঝরে পরছে
চতুর্দিক যেন আলোয় আলোকিত হয়ে গেছে
যেদিন তুমি বল্লে সবই নাটক
সেদিন আমি বুঝলাম এটাই বাস্তব
কান্না যন্ত্রণা সবই বৃথা
তুমি যেমন আমায় ভুলে চলে গেছ
আমিও তোমায় ভুলে এগোব
জীবনটা আমার ।
